শ্রাবন্তী

দুই অভিনেতার সঙ্গে প্রেম চলছে শ্রাবন্তীর!

কলকাতার পাশাপাশি ঢালিউডে কাজ করেও সুনাম কুড়িয়েছেন শ্রাবন্তী। শীঘ্র মুক্তি পাবে তার অভিনীত বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা মোস্তফা কামাল রাজ পরিচালিত 'যদি একদিন' ছবিটি। এতে তার সহশিল্পী হিসেবে আছেন তাহসান খান ও তাসকিন রহমান। এর আগে ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন শ্রাবন্তী।

সম্প্রতি আনন্দবাজার জানিয়েছে, নিজেকে সিঙ্গলই বললেও এপার বাংলা এবং ওপার বাংলার দুই জনপ্রিয় অভিনেতার সঙ্গে প্রেম চলছে শ্রাবন্তীর।' তবে সেই দুই অভিনেতা কে তা জানায়নি সংবাদমাধ্যমটি। মডেল কিষণ ব্রজের সঙ্গে শ্রাবন্তীর এনগেজমেন্ট হয়েছিল ২০১৬ সালে। তার পর ব্যক্তিগত কারণে এনগেজমেন্ট ভেঙেও যায়। তার আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে সংসার করেছেন অভিনেত্রী।

শেয়ার করুন: