অভিনন্দন! বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলার মেয়েরা

বরাবরে মতোই এবারের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টা ফেভারিটের মতোই শুরু করে বাংলাদেশ। আর এই আসরে বাংলাদেশ দলের সবচেয়ে বড় জয় ছিলো পাকিস্তানের সাথে ১৪-০ গোলে জেতা।

তবে আজ নেপালের কাছে পাকিস্তানের হারের মাধ্যমেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ দলের জয়। গ্রুপ পর্বের ম্যাচে নেপালের কাছে ৪-০ গোলে হেরে নবাগত পাকিস্তান বিদায় নিলে শেষ চারে জায়গা করে নেয় তহুরারা।

ফলে সেমিফাইনালে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গী হলো নেপালও। আর যদি আজকের ম্যাচটি পাকিস্তানে জিততো তাহলে শেষ ম্যাচ অবশ্যই জিততে হতো বাংলাদেশ দলকে। আগামী ১৩ আগস্ট বাংলাদেশ ও নেপাল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে

শেয়ার করুন: