যেখানে-সেখানে ফেলা কাগজের টুকরো, প্যাকেটও অন্যান্য হালকা ময়লা পরিষ্কারের জন্য আর আলাদা ক্লিনারের প্রয়োজন নেই। কারণ কাকই এখন সেই ক্লিনারের কাজ করছে! সম্প্রতি ফ্রান্সের একটি ইতিহাসভিত্তিক থিম পার্কে কয়েকটি কাককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাতেই তারা ময়লা-আবর্জনা তুলে নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলতে পারছে।
এ কাজের জন্য কাকগুলোকে পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছে। যেগুলো মূলত কাকের মজাদার খাবার। থিম পার্কটির প্রেসিডেন্ট নিকোলাস ডি ভিলিয়ার্স বলেন, ‘এ কাজের লক্ষ্য শুধু পরিষ্কার করা নয়। দর্শনার্থীরা এসে দেখবে যে প্রকৃতি নিজেরাই নিজেদের দেখাশোনা করতে পারে, এ বিষয়টি দর্শনার্থীদের দেখানো।’
প্রশিক্ষিত কাক দিয়ে ময়লা পরিষ্কারের কাজ করা এটাই প্রথম নয়। নগরাঞ্চলের বর্জ্য ও ময়লা খাবার দীর্ঘদিন ধরেই কাকের প্রিয় খাদ্য। এতে নগর কিছুটা হলেও পরিষ্কার হয়। এর আগেও কাকের বুদ্ধিমত্তার বিষয়টি প্রমাণিত হয়েছিল কেমব্রিজ ইউনিভার্সিটির এক গবেষণায়।