ক্লিয়ার লেমন বোতলে ‘ক্লিয়ার’ দেখা গেল শ্যাওলা!

ঠান্ডা পানীয়’র বোতরে শ্যাওলা পাওয়াকে কেন্দ্র করে ভারতের বর্ধমান শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন ঘটনার পর ক্রেতা-বিক্রেতা উভয়েই জেলা প্রশাসকের নিকট অভিযোগ জানিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, বর্ধমান শহরের বীরহাটা এলাকার একটি দোকান থেকে ১০ টাকা দিয়ে ‘ক্লিয়ার লেমন’ নামে ওই ঠান্ডা পানীয়ের বোতল কেনেন বড়নীলপুরের বাসিন্দা মানবেন্দ্র শীল।

প্লাস্টিকের বোতলটি হাতে নিয়েই তিনি লক্ষ্য করেন, সিল করা বোতলে শ্যাওলা জাতীয় কিছু ভাসছে। সঙ্গে সঙ্গে তিনি দোকানদার সায়ন অধিকারীকে বিষয়টি জানান। দোকানদারও দেখেন, সত্যি সত্যিই বোতলের মধ্যে কিছু ভাসছে।

এরপরই ক্রেতা-বিক্রেতা দুজনই ঠিক করেন, বিষয়টি তারা প্রশাসনের কাছে জানাবেন। সে অনুযায়ী শ্যাওলা শুদ্ধ বোতল নিয়ে হাজির হন জেলা প্রশাসকের নিকট। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন তারা।

মানবেন্দ্র শীল জানিয়েছেন, বোতলটি হাতে নিয়ে সিল খোলার আগেই পানীয়ের মধ্যে কালো জাতীয় জিনিস তার নজরে আসে। দেখতে পান, সেটি পানীয়ের মধ্যে ভাসছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি দোকানদারকে দেখান।

দোকানদার সায়ন অধিকারীর সাফ বক্তব্য, এই ঘটনার জন্য দায়ী ওই ঠান্ডা পানীয়ের কোম্পানি-ই। সিল করা বোতলে এভাবে ছত্রাক আসার ঘটনায় ওই কোম্পানিই গাফিলতি-ই স্পষ্ট হয়।

তারা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারে না। ভবিষ্যতে কোনোভাবে যাতে দূষিত জিনিস তারা বাজারে বিক্রি করতে না পারে, সেইজন্যই বিষয়টি জেলা প্রশাসককে জানানোর সিদ্ধান্ত নেন তারা।

শেয়ার করুন: