৭০ বছর বয়সী চেন সান-ইউয়ান সাইকেলের সঙ্গে ১১টি স্মার্টফোন বেঁধে ঘুরে বেড়াচ্ছেন। কারন জানলে অনেকটা অবাক হবেন, অনলাইন গেমস পোকেমন গো’তে এতটাই আসক্তির কারনে এই কান্ড।
২০১৬ সালে নাতির কাছ থেকে এই গেমস খেলা শেখেন তিনি। তাইওয়ানের নিউ তাইপেই শহরের এই বৃদ্ধ নিজের এই কাজের জন্য এরইমধ্যে পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর নজর কেড়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোতে তাকে নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চেন নিজের বাই-সাইকেলে ১১টি স্মার্টফোন ও এক ব্যাগ ব্যাটারি নিয়ে সারাদিন রাস্তা আর পার্কে ঘুরে বেড়ান পোকেমন ধরতে। তিনি এই গেমসটি এতটাই পছন্দ করেন যে, অনেক সময় ভোর ৪টার আগে বাসায়ই ফেরেন না।
নিজের এই অদ্ভুত কাজের জন্য ‘পোকেমন আঙ্কেল’ বলে পরিচিতি পাওয়া চেন স্মার্টফোনের সংখ্যা বাড়িয়ে ১৫তে উন্নীত করতে চান। তবে এতে করে তার খরচের পরিমাণও বাড়বে।
এখনই প্রতি মাসে তার খরচ হয় ১ হাজার ১৬৫ ডলার। এই গেমস তাকে অসুস্থতা থেকে মুক্তি দিয়েছে বলেও মনে করেন তিনি। তার বিশ্বাস এই গেমস তাকে আলঝেইমার্স রোগ থেকে মুক্তি দিয়েছে।