ছোট পর্দার চেনা মুখ আরফান নিশো। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও তার সমান পদচারণা কিন্তু পারিশ্রমিক কত? এর সঠিক হিসেব দেওয়া সম্ভব নয়! সময়ের পরিবর্তনে তারকারা তাদের ইচ্ছেমতো পারিশ্রমিক হাঁকিয়ে থাকেন। এর জন্য নেই নির্দিষ্ট কোনো নিয়ম বা নীতিমালা।
পারিশ্রমিকটা যে যত হাকিয়ে তুলতে পারে, এটাই যেন নিয়মে পরিণত হয়েছে। আবার ছোট পর্দা হলেও বিজ্ঞাপন ও নাটকের আলাদা পারিশ্রমিক। নাটকের চেয়ে কয়েকগুন পারিশ্রমিক তোলেন বিজ্ঞাপনে।
এ সময়কার আলোচিত ও জনপ্রিয় টিভি অভিনয় শিল্পীদের মধ্যে একজন আফরান নিশো।’বুকের বা পাশে’ নাটকে গত ঈদে জনপ্রিয় পেয়েছেন তিনি। আর এর পর নাটকের জন্য তার পারিশ্রমিক আকাশ চুঙি। বাজারে প্রচলিত হিসেব দেওয়া হল তার পারিশ্রমিক। আফরান নিশো এক ঘণ্টার নাটকের জন্য প্রতিদিন ৩০ থেকে ৫০ হাজার টাকা নেন।
টেলিছবির জন্য নেন ৫০ থেকে ৭০ হাজার টাকা। আর ধারাবাহিকের জন্য ২০ হাজার। বিজ্ঞাপনের জন্য নেন ১ লক্ষ টাকা। যদিও তিনি খুব একটা বিজ্ঞাপন করেন না।