হেনানপ্রদেশের জুচাং শহরের একটি অ্যাপার্টমেন্টে গত শুক্রবার আগুন লেগে এর ৫ম তলায় দুই বছরের মেয়ে এবং ৯ বছরের ছেলেকে নিয়ে আটকা পড়েন এক চীনা গৃহবধূ। খবর চায়না মর্নিং পোস্টের।
এ সময় মা তার সন্তানদের বাঁচাতে জানালা খুলে এলাকাবাসীর সাহায্য চান। দমকল বাহিনীর লোকজন আসার আগেই তিনি জানালা দিয়ে বেশ কয়েকটি বিছানার চাঁদর নিচে ফেলে দেন। তখন লোকজন নিচে জানালা বরাবর ওইসব চাঁদর ধরে রাখেন এবং ওই মা তার সন্তানদের একে একে ওই নেট বরাবর ছুড়ে নিচে ফেলেন।
কিন্তু তিনি নিজে আর লাফ দিয়ে বাঁচতে পারলেন না। তার আগেই আগুনের লেলিহান শিখা তাকে গ্রাস করে। ততক্ষণে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে অগ্নিদগ্ধ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করলেও তাকে আর বাঁচানো যায়নি। মর্মান্তিক এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।