ঢাকার রাস্তায় একসঙ্গে তিনজনের বেশি জড়ো হওয়া যাবে না। এ ব্যাপারে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কোথায় মিছিল-সমাবেশ না করতে দেওয়ার কথা বলেন। আজ সোমবার নিজ কার্যালয় থেকে ব্রিফ করে তিনি মাঠে কর্মরত পুলিশ সদস্যদের প্রতি এ নির্দেশ দেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকার রাস্তায় একসঙ্গে তিনজনের বেশি জড়ো হতে দেওয়া যাবে না। তিনজনের বেশি জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেবে। প্রয়োজনে বলপ্রয়োগ করবে, কিন্তু সেটা যেন বাড়াবাড়ি না হয়। সংবাদপত্রের খবরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো আচরণ যেন না করে সেই নির্দেশনাও দেন তিনি। পুলিশের যে আত্মরক্ষার আইন আছে, সেই আইনের যথাযথ প্রয়োগ করতে বলেছেন।