৪৫ হাজারের স্মার্টফোন এখন ২ হাজার টাকায়

অবাক অফার দিয়ে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো নেক্স। ৪৫ হাজার টাকা দামের ফোন ছাড় দিয়ে মাত্র ২ হাজার টাকায় বিক্রির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান।

এই স্মার্টফোনটির বর্তমান দাম ২২ হাজার ৯৯০ এবং ৪৪ হাজার ৯৯০ টাকা। ভিভোর ওয়েসবাইটে জানানো হয়েছে, এখন এই স্মার্টফোনটি মিলবে ১ হাজার ৯৪৭ টাকায়।

সোমবার রাত ১২টার পর থেকেই অফার শুরু হবে। চলবে ৯ তারিখ পর্যন্ত। ভিভোর ওয়েবসাইটেই এই অফার পাওয়া যাবে।

তবে এটি শুধু ভারতে কার্যকর হবে। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এ ছাড় দিয়েছে ভিভো।

তবে শুধু মোবাইল ফোন নয়, অফারের সঙ্গে পাওয়া যাবে ইয়ারফোন ও ইউএসবি কেবলও।

ভিভো নেকস স্মার্টফোনটির সাইজ ৬ দশমিক ৫৯ ইঞ্চি ফুল এইচডি। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ারফুল ইন্টারনাল হার্ডওয়ারসহ স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। আট জিবি র‌্যাম। এসডি কার্ডের ক্ষমতা ১২৮জিবি। ব্যাটারি ৪ হাজার এমএএইচ।

শেয়ার করুন: