সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন ডিএমপি কমিশনার

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে তাকে এ পদোন্নতি প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ৭ জানুয়ারি ২০১৫ সাল থেকেই মো. আছাদুজ্জামান মিয়া ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্বপালন করছেন।

তিনি ১৯৮৫ সালে সহকারী পুলিশ সুপার (বিসিএস) হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার চাকরিজীবনে পুলিশ সুপার হিসেবে সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইল জেলায় কর্মরত ছিলেন। এছাড়া তিনি ডিআইজি হিসেবে খুলনা রেঞ্জ, চট্টগ্রাম রেঞ্জ, ঢাকা রেঞ্জ ও হাইওয়ে রেঞ্জে দক্ষতা এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্বপালন করেছেন।

শেয়ার করুন: