নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে উস্কানি ও গুজব ছড়ানোর অভিযোগে অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদিরকে আটক করেছে পুলিশ। রোববার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের গেইট থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন মহিলা যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফারজানা আক্তার সুপর্ণা।
তিনি নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘অভিনেতা সালমান মুক্তাদির গুজব ছড়ানোর অপরাধে চ্যানেল আইয়ের গেট থেকে গ্রেফতার। কোন ছাড় নেই অপরাধীদের সে যেই হোক !!!!’
এর আগে, গত মঙ্গলবার বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের পর এয়ারপোর্ট রোডে বিক্ষোভকারীদের সাথে কথা বলতে যান সালমান মুক্তাদির।
এ সময় ফেসবুকে লাইভ ভিডিও দেখাচ্ছিলেন তিনি। এর একটু পরেই সালমানকে পুলিশ আটক করে বলে জানা যায়। কিন্তু সাংবাদিকদের কারণে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানান সালমান মুক্তাদির নিজেই।