রনিকে আইসিসির জরিমানা

মেহেদী হাসান মিরাজের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে খেলেছেন আবু হায়দার রনি। দারুণ বোলিংয়ে ম্যাচ জয়ে রেখেছেন অবদানও। সিরিজে সমতা ফেরানোর ম্যাচে বাজে আচরণের দায়ে শাস্তিও মিলেছে বাংলাদেশি পেসারের।

ফ্লোরিডায় লডারহিলে ম্যাচের ১৪তম ওভারে বোলিংয়ে আসেন রনি। তার ওই ওভারে দুটি ছক্কা হাঁকান রোভম্যান পাওয়েল। একটি ছক্কার পর পাওয়েলকে উদ্দেশ্য করে বাজে শব্দ উচ্চারণ করেন রনি। ম্যাচে আগে একবার সতর্ক করা হলেও তা না মানায় রনিকে ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্টের শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

ম্যাচ শেষে আবু হায়দার নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজ জেতার ম্যাচেও একই শাস্তি পেতে হয়েছে আরেক পেসার রুবেল হোসেনকে। সেদিন রুবেলও হতাশা থেকে আপত্তিকর ভাষা ব্যবহার করেন।

শেয়ার করুন: