যে কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী প্রযুক্তির অপব্যবহার রোধে সবাইকে সজাগ থাকার তাগিদ দিয়েছেন
রোববার (৫ আগস্ট) সকালে গণভবনে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আধুনকি প্রযুক্তি শিক্ষা গ্রহণের কাজে ব্যবহার করতে হবে। এটা যেন অপব্যবহার করা না হয়। ফেসবুকে অপপ্রচার বন্ধ করতে হবে। নোংরা কথাবার্তা ব্যবহার করা যাবে না।
যারা আগুন সন্ত্রাস করে তারা কোমলমতি ছাত্র-ছাত্রীদের দিয়ে যেকোনো কিছু করাতে পারে। তাদের মধ্যে তৃতীয়পক্ষ ঢুকে গেছে স্কুল কলেজের ইউনিফর্ম আইডি কার্ড বিক্রি বেড়ে গেছে।