আমীর খসরু মাহমুদ চৌধুরী

খসরুর অডিও রেকর্ড নিয়ে রিজভী : এসব তৈরি করা এখন খুব সহজ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলছে আন্দোলন। আর এ আন্দোলনের মাঝেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। শনিবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপটি জন্ম দিয়েছে বিতর্কের।

অডিও ক্লিপে নওমি নামের সেই ব্যক্তিকে কুমিল্লা থেকে ঢাকায় এসে শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় হতে অনুরোধ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিতর্কিত অডিও ক্লিপটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেন, যে অডিও রেকর্ড প্রচারিত হচ্ছে তাকে সম্পূর্ণ বানোয়াট, কারসাজি ও অন্যের (আওয়ামী লীগের লোকদের) তৈরি।

তিনি বলেন, এর বিপরীতে তিনটি শব্দই যথেষ্ট- মেনিপিউলেটেড (Manipulated), টুয়েস্টেড (Twisted) এবং ফ্যাব্রিকেটেড (Fabricated)। এগুলো কারসাজির মাধ্যমে তাদের বানানো। এসব তৈরি করা এখন খুব সহজ। রিজভী বলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী হয়তো কোনো সময় অন্য বিষয়ে কোনো কথা বলছিলেন। আর সেটাকে এখন বাচ্চাদের ঠেকানোর জন্য ব্যবহার করছে সরকারি দলের লোকজন।

তাদের আসলে আর কোনো উপায় নেই। কোনো কিছুতেই বাচ্চাদের দমন করতে পারছে না। তাই বিএনপিকে জড়িয়ে, অপপ্রচার চালিয়ে তাদের দমন করতে চায়। কিন্তু তাতে কাজ হবে না। বিএনপির এই নেতা আরো বলেন, এর আগে আমার ছবি নিয়েও তারা অপপ্রচার চালিয়েছে। আমি নাকি আন্দোলনরত বাচ্চাদের কাছে ক্ষমা চাচ্ছি। যা বানোয়াট, হাস্যকর। এ বিষয়ে নিশ্চিত হতে আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কথা বলতে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই রোববার রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে রাস্তায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে পড়ে জাবালে নূর পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই নিহত হয় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীম (১৬)। ওই ঘটনার দিন থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের টানা আন্দোলনে অনেকটা অচল হয়ে পড়েছে রাজধানী। রাজধানী ছাড়াও দেশের কয়েকটি জেলায় এ আন্দোলন ছড়িয়ে পড়েছে।

বুধবার গ্রেফতার করা হয়েছে জাবালে নূর পরিবহনের দুর্ঘটনা ঘটানো বাসের মালিক শাহাদৎ হোসেন ও চালক মাসুম বিল্লাহকে। বাতিল করা হয়েছে জাবালে নূর পরিবহনের রুট পারমিট ও নিবন্ধন। রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আন্দোলনের সময় চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে তারা। এর মধ্যে বেশ কিছু যানবাহনের ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

শেয়ার করুন: