প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কারনে নেপালের প্রধানমন্ত্রীর ফোন!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা। শনিবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করেন নেপালের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই প্রধানমন্ত্রীর মধ্যে ১০ মিনিট কথা হয়। এ সময় তারা কুশল বিনিময় করেন।

ইহসানুল করিম আরও জানান, কে পি শর্মা অলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন বিআইএমএসটিইসি সম্মেলনের আমন্ত্রণ জানান ও এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে নেপালের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দেশটির কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কে পি শর্মা অলি। মাওবাদীদের সশস্ত্র আন্দোলনের অবসানের ১১ বছর পর নতুন সংবিধানের অধীনে কে পি শর্মা অলি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। নেপালকে হিন্দু রাজতন্ত্র থেকে ফেডারেল রিপাবলিক কাঠামোতে রূপান্তর করতেই নতুন সংবিধান প্রণীত হয়।

২০০৬ সালের তীব্র গণআন্দোলনের মুখে রাজতন্ত্রের অবসান ঘটে। নেপাল গণতান্ত্রিক দেশরূপে আত্মপ্রকাশ করে।

শেয়ার করুন: