রাশিয়ায় একটি বৃহদায়তনের গর্ত বা কূপের সন্ধান পাওয়া গেছে। এই কূপটি ৫০ মিটার গভীর। স্থানীয় লোকেরা আকস্মিকভাবে একটি মাঠের মধ্যখানে এই বিস্ময়কর কূপটির সন্ধান পেয়েছেন। আর এই অদ্ভূত কূপটির নাম দেওয়া হয়েছে ‘নরকের দরজা’।
রহস্যময় এই ‘নরকের দরজা’ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে বলে জানা গেছে। কীভাবে এবং কখন এটি তৈরী হলো সে বিষয় কেউই স্পষ্ট কিছু জানাতে পারেননি।