জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর রাস্তায় চলবে পুলিশের সার্ভিলেন্স টহল কার। এই টহল কার রাজধানীর বারিধারা ও কূটনৈতিক এলাকায় পেট্রোলিং করবে। এ গাড়িতে সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। যা দিয়ে সার্বক্ষণিক ৩৬০ ডিগ্রিতে চারপাশ পর্যবেক্ষণ করা যাবে। ভবিষ্যতে সেন্ট্রাল কমান্ড সেন্টার থেকে এই গাড়ির সিসি ক্যামেরা চালানো হবে।
মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া কাছে সাইথইস্ট ব্যাংক গাড়ি দুইটি হস্তান্তর করেন। এসময় ডিএমপি’র ও ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, সাইথইস্ট ব্যাংক এই দুইটি গাড়ি দিয়ে পুলিশের মোবিলিটি ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছে। একটি দেশে আইনী শাসন প্রতিষ্ঠা করে নাগরিকদের মনের সকল সংশয় ও ভয়ভীতি দূর করা আমাদের লক্ষ্য।
তিনি বলেন, পুলিশের সক্ষমতা বৃদ্ধি না পেলে অপরাধে প্রবণতা বৃদ্ধি পাবে। পুলিশের সক্ষমতা বৃদ্ধি রাষ্ট্রের বিনিয়োগ। ডিএমপিকে সহায়তা করায় সাইথইস্ট ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সাইথইস্ট ব্যাংকের অতিরিক্ত এমডি বলেন, সাইথইস্ট ব্যাংক পরিবার সবসময় সমাজের মানুষের জন্য কাজ করে। ডিএমপিকে দুইটি গাড়ি উপহার দিতে পেরে আমরা আনন্দিত। ব্যাংকের সিএসআর কর্মসূচির আওতায় আমরা আপনাদের পাশে থেকেছি। ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।