টেস্ট সিরিজে শোচনীয় পরাজয়, এরপর ওয়াডেতে সাহসী সিরিজ জয় আর টি-২০ তে প্রথম ম্যাচে হার কি হবে আগামিকাল পরাজয় নাকি ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ।
ফ্লোরিডার লডারহিল সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক গ্রাউন্ডে আগামিকাল ভোরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। আসুন জেনে নেই খেলাটি কোন চ্যানেল দেখাবে এবং কখন শুরু হবে।
ক্রিকেট
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
দ্বিতীয় টি-টোয়েন্টি
লডারহিল সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক গ্রাউন্ড, ফ্লোরিডা
সরাসরি, আগামীকাল রোববার ভোর ৬টা;
চ্যানেল নাইন, গাজী টিভি ও সনি ইএসপিএন।