শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বললেন শিক্ষামন্ত্রী

ধৈর্য ধারণ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বললেন, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। আজ শনিবার (৪ আগস্ট) দুপুর ১২ দিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

গত রবিবার বিমানবন্দর সড়কের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীকে পিষে মারার ঘটনার প্রতিবাদে আজও (৪ আগস্ট) রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নিয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

ওই দুর্ঘটনার পর থেকে নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ এবং ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তিসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা ঢাকার রাজপথে নেমে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এই ধারাবাহিকতায় সপ্তম দিনের মতো শনিবারও (৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

জানা গেছে, শনিবার রাজধানীর উত্তরা, মিরপুর, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে, ধানমন্ডি, লালমাটিয়া, আসাদগেট, সাইন্স ল্যাবরেটরি, যাত্রাবাড়ী, বাংলামোটর ও শাহবাগে সড়ক অবরোধ করে গাড়ির লাইন্সেস চেক করছে শিক্ষার্থীরা।

এদিকে, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে বৃস্পতিবার (২ আগস্ট) সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

শেয়ার করুন: