জব্দ চাবি পুলিশকে দিয়ে বাড়ি ফিরে গেল শিক্ষার্থীরা

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নামা আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়ি পাঠালেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান।

একই সঙ্গে তাঁর আহ্বানে সাড়া দিয়ে ত্রুটিপূর্ণ যানবাহনের জব্দ করা কয়েক শ চাবি পুলিশের হাতে তুলে দিল শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় এমন চিত্র দেখা গেছে।

ছাত্ররাজনীতি করে উঠে আসা জনপ্রতিনিধি শামীম ওসমান বলেন, ‘আমি আজ সত্যি অভিভূত। মনে করেছিলাম দেশের ছাত্ররাজনীতি বোধ হয় নির্জীব হয়ে গেছে। এই নারায়ণগঞ্জ অনেক আন্দোলনের সূতিকাগার। সেই নারায়ণগঞ্জে যেভাবে ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে আন্দোলন করেছে, তাতে আমার মন ভরে গেছে।’

গতকাল দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ শহরের রাস্তায় একা হেঁটে বের হয়ে পড়েন সংসদ সদস্য শামীম ওসমান। আন্দোলনরত শিক্ষার্থীরা সে সময় বিভিন্ন গণপরিবহনের লাইসেন্স চেক করছিল। শামীম ওসমান শিক্ষার্থীদের ডেকে একত্র করে চাষাঢ়ার খাজা সুপার মার্কেটের সামনে নিয়ে আসেন।

শিক্ষার্থীদের সঙ্গে রিকশায় থাকা মাইকে শামীম ওসমান বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমি আজ গর্বিত যে এ দেশের শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়েনি। দেশের সবাইকে চোখে আঙুল দিয়ে তোমরা দেখিয়ে দিয়েছ যে কিভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে রাস্তায় চলতে হয়। এবার ঘরে ফিরে যাও। তোমাদের দেখানো পথে পুলিশ প্রশাসনকে কাজ করতে দাও।’

শামীম ওসমান উপস্থিত পুলিশ সদস্যদের ডেকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, ‘দুই দিন সময় দিলাম। এই ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে এনেছে সেভাবে আপনারা কাজ করবেন।

আমরা দেখব আপনারা পারলেন কি না। যদি না পারেন, তাহলে এই শিক্ষার্থীদের সামনে আমি কথা দিলাম, আগামী রবিবার দুপুরের পর আমি নিজে ওদের নিয়ে রাজপথে নামব।’

বক্তব্যের একপর্যায়ে শিক্ষার্থীদের জব্দ করা ত্রুটিপূর্ণ যানবাহনের চাবি পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীরা তাঁর আহ্বানে সাড়া দিয়ে চাবিগুলো ফতুল্লা মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের ও সদর মডেল থানার ওসি কামরুল ইসলামের হাতে তুলে দেয়।

আন্দোলনকারীদের উদ্দেশ করে এই জনপ্রতিনিধি আরো বলেন, ‘নারায়ণগঞ্জের কোথায় কী সমস্যা আছে, তা নিয়ে তোমরা একটি ডকুমেন্ট তৈরি করবে। আমি তা নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে সমাধানের ব্যবস্থা করব।

তোমাদের কাছে আরেকটা দাবি হলো, আজকে তোমরা যেমন মাঠে নেমেছ, তেমনি মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোল। আমি তোমাদের পাশে থেকে এসবের বিরুদ্ধে আন্দোলন করতে চাই।’

শেয়ার করুন: