সাকিব

‘খেলা বাদ দিয়ে সাকিবকে আবার না স্ট্যাটাস লিখতে হয়’

ব্যাংক থেকে ঋণ জালিয়াতির প্রসঙ্গে সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গোলাম মোর্তুজা তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। আমাদেরসময় পাঠকদের জন্য তা ‍তুলে ধরা হলো।

তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত শেখ আবদুল হাই বাচ্চুর আমলের চার বছরে বেসিক ব্যাংক থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৪,৫০০ কোটি টাকা বের করে নেওয়া হয়। ২০১৪ সালের পর থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত সময়ে আরও প্রায় চার হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে।’

ডামাডোলের মধ্যে সংবাদটি খুব একটা গুরুত্ব পায়নি। পাওয়ারই বা কী আছে? আগের সাড়ে ৪ হাজার কোটির সঙ্গে গত চার পাঁচ বছরে আরও প্রায় ৪ হাজার কোটি টাকা জালিয়াতি করে নিয়ে গেছে।মোট সাড়ে ৮ হাজার কোটি টাকা, এ আর এমন কী! ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ বছরের বাজেটের সমপরিমান টাকা মাত্র!!

ভাবছি, রাস্তা থেকে শিশুরা ঘরে ফিরবে, না ব্যাংকিং সেক্টরে ঢুকবে ? শিশুরা ব্যাংকে ঢুকলে সবাই বলবে ‘যৌক্তিক ‘ কাজ করছে। সরকার বলবে ‘তোমরা ঘরে ফিরে যাও, সব দাবি মেনে নিলাম’। ব্যাংকিং সেক্টরটা বেঁচে যাবে। তা না হলে খেলা বাদ দিয়ে সাকিবকে আবার না স্ট্যাটাস লিখতে হয়।

শেয়ার করুন: