আমরা যদি নির্বাচন কেন্দ্র পাহারা দেই, ভোট পাবেন তো?

নিরাপদ সড়ক চাই আন্দোলনে রাস্তার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সোচ্চার শিক্ষার্থীরা। একদিকে 'মামা, লাইসেন্স আছে?' ভিডিও যেমন ভাইরাল হচ্ছে, অন্যদিকে 'ইমার্জেন্সি লেন' তৈরির দৃশ্যও ভাইরাল হচ্ছে।

ফেসবুকে ভাইরাল হচ্ছে, বৃষ্টিতে ভিজে রিকশার লাইন ঠিক করে দেয়ার ছবি, অসুস্থ রিকশাচালককে নিজেই রিকশা চালিয়ে হাসপাতালে নেওয়ার ভিডিও, রাস্তার কাচ পরিষ্কার করা কিংবা অপারেশন করতে যাবে ডাক্তার, তাকে দ্রুত হাসপাতালে পৌঁছানোর দৃশ্য!

শুধু 'উই ওয়ান্ট জাস্টিস' প্লাকার্ড ধরে রাস্তায় বসে থাকা নয়; শিক্ষার্থীরা 'যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ' প্লাকার্ড নিয়েও রাস্তায় দাঁড়াচ্ছে।

ছোট ছোট ছেলে-মেয়েরা শুধু রাস্তায় দাঁড়িয়ে গাড়ির লাইসেন্স যাচাই করছে না! তারা অনিয়মের দিকে আঙুল তুলছে! আজ সেরকমই একটি স্ট্যাটাস ভাইরাল হচ্ছে। 'ভুলে গেছেন কি? কয়েক মাস পর নির্বাচন! আমরা যদি ব্যালট বক্স আর নির্বাচন কেন্দ্র পাহারার দায়িত্ব নেই, ভোট পাবেন তো?'

ছোট ছোট ছেলেমেয়েদেরকে আর 'ছোট' ভাবা যাচ্ছে না। তারা 'বড়' হয়ে গেছে! তারাও দেশ নিয়ে ভাবতে শুরু করেছে।

গত রবিবার বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনার পর থেকে রাজধানীতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদে সোচ্চার।

শেয়ার করুন: