বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএ এবং ডিএমপিকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সাথে অপ্রাপ্তবয়স্ক-অবৈধ চালকদের ধরতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ জুলাই) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ ও বিআরটিসিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়ে সভা হয়। সভায় এ নির্দেশ দেয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালন-৫ এস এম তরিকুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গত রবিবার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ১১/১৫ শিক্ষার্থী।
নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম।
এরপর আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলায় গোমতা এলাকায় বাড়ি ফেরার পথে তিন শিক্ষার্থীর ওপর উঠিয়ে দেয়া হয়েছে ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছে নামের দশম শ্রেণির এক ছাত্রী ও আহত হয়েছে একই শ্রেণির আরও দুই শিক্ষার্থী।