রাজধানীর বিমানবন্দর সড়কে দুই কলেজশিক্ষার্থীর মৃত্যু তার গাড়িচাপায় হয়েছে বলে দায় স্বীকার করেছেন জাবালে নূর বাসটির চালক মাসুম বিল্লাহ। এছাড়াও জাবালে নূর বাসটি চালানোর জন্য উপযুক্ত লাইসেন্সও ছিল না তার কাছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মাসুম বিল্লাহ হত্যার দায় স্বীকার করেছেন। তার ড্রাইভিং লাইসেন্স পর্যালোচনা করে দেখা যায় তার কাছে রয়েছে হালকা গাড়ি চালানোর লাইসেন্স। যা দিয়ে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালানো যায়। যা জাবালে নূর বাসটি চালানোর জন্য কোনোভাবেই উপযুক্ত না।
উল্লেখ্য, রবিবার কুর্মিটোলায় বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। পরে এ নিয়ে নৌমন্ত্রী শাজাহান খান হাস্যমুখে দেয়া জবাব নিয়ে সবমহলে সমালোচনার ঝড় উঠে। যে কারণে শিক্ষার্থীরা দায়ী বাস চালকের বিচারের পাশাপাশি নৌমন্ত্রীকে ক্ষমা চেয়ে পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজধানীর টঙ্গী, উত্তরা, যাত্রাবাড়ী, শনির আখড়া, মৎস্য ভবন মোড়ের পাশাপাশি শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।