জাবালে নূরের মালিক গ্রেফতার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় জাবালে নূরের বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় পরিবহনের মালিক মো. শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১-এর একটি দল।

১ আগস্ট, বুধবার সন্ধ্যায় র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ওই খুদেবার্তায় কবে, কখন গ্রেফতার করা হয়েছে, তা জানানো হয়নি।

গত ২৯ জুলাই, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়।

নিহত একজনের নাম আবদুল করিম। সে শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ত। একই কলেজের আরেক শিক্ষার্থী দিয়া খানম মিম একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওই সময় গুরুতর আহত একজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত আরও ১২ জন ওই হাসপাতালে চিকিৎসা নেয়।

এ ঘটনায় নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। পরে জাবালে নূর পরিবহনের চালক-হেলপারসহ চারজনকে গ্রেফতার করে র‍্যাব। বুধবার এ সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

শেয়ার করুন: