বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানী বাসশূন্য

রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা এলাকায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে আছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। গত তিনদিন ধরেই তারা সড়ক অবরোধ করে রেখেছে।

গণপরিবহনসহ যে কোনো গাড়ি চলতে বাঁধা দিচ্ছে। এছাড়া বাস ভাঙচুর এমনকী অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। তাই ভয়ে রাজধানীর সড়কে বাস নামাচ্ছেন না মালিক-শ্রমিকরা। এজন্য অফিসগামী যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

আজ বুধবার রাজধানীর মিরপুর ১, মিরপুর ১০, পল্লবী, মিরপুর ১২, কালশী, ইসিবি চত্ত্বর, বিশ্বরোড, কুড়িল প্রভৃতি এলাকা ঘুরে দেখা গেছে কোনো বাস চলছে না। গাড়ির অপেক্ষায় শতশত অফিসযাত্রীরা দাঁড়িয়ে আছে।

হঠাৎ হঠাৎ একটি-দুটি বাস এলে হুমড়ি খেয়ে পড়ছে সবাই। অনেকে টিপ্পনি দিয়ে বাসচালকদের বলছে, 'এখন ভয় পাস কেন? মানুষ খুন করার আগে মনে থাকে না?'

অন্য একজন বলছিলেন, 'আমরা যে করেই হোক চাকরি বাঁচাতে অফিসে তো যাব; কিন্তু এভাবে চলতে থাকলে তোরা (বাস শ্রমিক) তো না খেয়ে মরবি।'

বেপরোয়া বাসচালকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন এমন ইতিবাচকভাবেই গ্রহণ করেছে সাধারণ মানুষ। সবাই চায় নিরাপদ সড়ক। যার আশু সমাধান প্রয়োজন।

শেয়ার করুন: