মঙ্গলবার রাতে পৃথিবীর খুব কাছে চলে আসবে মঙ্গলগ্রহ। এই সময় পৃথিবীর একপাশে সূর্য আর অন্যদিকে মঙ্গলগ্রহ থাকবে। মঙ্গলগ্রহ, পৃথিবী আর সূর্য এক সরলরেখায় থাকবে।
মঙ্গল গ্রহ পৃথিবীর খুব কাছে চলে এলে পৃথিবী থেকে লাল গ্রহটির দূরত্ব হবে ৫ দশমিক ৭৬ কোটি কিলোমিটার। এরপরে ২০২০ সালের অক্টোবর মাসে আবার পৃথিবীর এত কাছে আসবে মঙ্গলগ্রহ।
কিছুদিন আগেই যারা রাতের আকাশে চন্দ্রগ্রহণ দেখেছেন, তারা অনেকে আকাশে মঙ্গলগ্রহকে দেখতে পেয়েছিলেন। সেই রাতে চাঁদের একটু নিচেই মঙ্গলগ্রহ দেখা গিয়েছিল।
১৫ বছরে পৃথিবীর সবচেয়ে কাছে মঙ্গলগ্রহ
আজ রাতে মঙ্গলগ্রহ পৃথিবীর খুব কাছে চলে এলেও এই ঘটনা ২০০৩ সালের মহাজাগতিক ঘটনার মতো হবে না। ২০০৩ সালে পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব ছিল ৫ দশমিক ৬ কোটি কিলোমিটার। গত ৬০ হাজার বছরে পৃথিবীর এত কাছে আসেনি মঙ্গল। আবার ২২৮৭ সালে মঙ্গল পৃথিবীর এত কাছে আসবে।
কেন এমন হয়
আর সব গ্রহের মতোই পৃথিবী ও মঙ্গল উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। এর ফলে সূর্য থেকে গ্রহের দূরত্ব কম-বেশি হতে থাকে। গত ২৭ জুলাই চন্দ্রগ্রহণের রাতে সূর্যের সবচেয়ে কাছে পৌঁছে গিয়েছিল মঙ্গলগ্রহ।
অবশ্য আজ রাতে মঙ্গল পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে মানেই যে মঙ্গল গ্রহ আজ রাতে বেশি উজ্জ্বল দেখা যাবে, তা নয়। গত ২৭, ২৮, ২৯ ও ৩০ জুলাই পর্যন্ত সবচেয়ে বেশি উজ্জ্বল দেখা গিয়েছিল গ্রহটিকে।
কোথায় মঙ্গল গ্রহ দেখা যাবে
অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা আর দক্ষিণ আমেরিকার দেশগুলি থেকে আজ রাতের আকাশে মঙ্গল গ্রহ ভালোভাবে দেখা যাবে। বড় টেলিস্কোপ (৬-৮ ইঞ্চি মাপের) দিয়ে লাল গ্রহটি আরও ভালোভাবে দেখা যাবে।
অনলাইনে এই ইভেন্ট সরাসরি দেখতে হলে নিচের লিঙ্কে প্লে বাটনে ক্লিক করুন। আজ সূর্যাস্ত থেকে কাল সকালে সূর্যোদয় পর্যন্ত আকাশে মঙ্গল গ্রহকে দেখা যাবে। রাতের আকাশে আজ বৃহস্পতি ও শনি থেকে উজ্জ্বল দেখাবে মঙ্গলকে।