ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ভরাডুবির পর ওয়ানডেতে মাশরাফির নেতেৃত্বে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এ জয়ের ফলে দীর্ঘ ৯ বছর পর বিদেশের মাটিতে সিরিজ জিতল টাইগাররা। ওয়ানডেতে দাপুটের সঙ্গে জয় তুলে নিয়ে ফর্মের তুঙ্গে আছে তামিম-সাকিব-মুশফিকরা।
ওয়ানডে সিরিজের পর আগামী ১ আগস্ট ক্যারিবীয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি সেন্ট কিটসে বাংলাদেশের সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে।
এ সিরিজে কাপ্তান মাশরাফি বিন মর্তুজা না থাকায় একাদশ সাজাতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে টিম-ম্যানেজমেন্টকে।
এদিকে, প্রস্তুতি ম্যাচে খারাপ খেললেও মূল একাদশে জায়গা পেয়ে ওয়ানডে সিরিজে নিজেকে মেলে ধরতে পারেনি ওপেনার এনামুল হক বিজয়। আর প্রস্তুতি ম্যাচ দারুণ ইনিংস খেললেও একাদশের বাহিরে ছিল লিটন কুমার দাস। তাই প্রথম টি-টোয়েন্টিতে তামিম ইকবালের সঙ্গে দেখা যেতে পারে লিটন কুমার দাসকে।
অপরদিকে, দলে দেখা যেতে পারে সৌম্য সরকার, স্পিনার নাজমুল হাসান অপু ও ফিনিসার আরিফুল হককে। সেক্ষেত্রে একাদশের বাহিরে দেখা যেতে পারে মেহেদি হাসান মিরাজকে।
এক নজরে টাইগারদের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।