‘ড্রাইভিং লাইসেন্স আছে?’ থাকলে যান, না হয় ‘ভাঙবো’!

শিরোনামটা দেখে একটু বিচলিত হলেন? হবারই কথা। বহুদিন পর মনে হলো, একটা অসাধারণ দৃশ্য দেখলাম!

সকাল বেলা কাজে বের হওয়ার আগে, প্রতিনিয়ত টেনশন হয়, নিরাপদে বাড়ি ফিরতে পারবো কিনা! প্রচুর অযোগ্য মানু‌ষের হাতে স্টিয়ারিং, যার ফলে দৈনন্দিন সড়কে মড়ক হয়। তবে, এই দেশ এখনো পথ হারায়নি বোধহয়। দুই শিক্ষার্থীকে পিষে মারার ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা।

এত হতাশার মধ্যে কেউ একজন জানতে চাইলো, আমি নিরাপদে বাড়ি ফিরতে পারবো কি না? এতো না ঘুরিয়ে এবার মূলকথায় আসি, প্রতিদিনের মত সকালে বের হয়েছি। কিছুদূর গিয়ে উঠে পড়েছি একটি বাসে।

উদ্দেশ্য, দু’মুঠো খেয়ে বেঁচে থাকার জন্য অফিসে যাওয়া। গন্তব্যে পৌঁছানোর আগে, এসে পৌঁছায় কাজী নজরুল ইসলাম এভিনিউতে। সেখানে দেখলাম, রাস্তায় বাস দাড় করিয়েছে আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা।

তারা জানতে চাইলেন, ড্রাইভিং লাইসেন্স আছে কি না? থাকলে চলে যাও। না হলে গাড়ি ভাঙবো। এরপর যখন তারা দেখলেন কিছুই নেই, তখনই চালক ও যাত্রীদের নামিয়ে মৃদু ভাংচুর।

এই দৃশ্য স্বচক্ষে দেখার পর নিজের মধ্যে একটি লুকানো আনন্দ লক্ষ্য করলাম। যে কাজটা মূলত করার কথা অন্যের (প্রশাসনের), যে কাজটা করার কথা ক্ষমতাবানদের, যে কাজটার জন্য একটা স্বাধীন প্রতিষ্ঠানই রয়েছে, সেই কাজটা শুরু করেছে শিক্ষার্থীরা!

এই লজ্জা মাথায় নিয়েই ফিরে আসলাম নিজের গন্তব্যে। মনে হলো, আমাদের লজ্জা-শরম পুরোটা লোপ পেয়েছে। খেয়ে নিয়েছে বিবেককে।

মূলত বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় উত্তাল ঢাকা। অভিযুক্তদের শাস্তিসহ বেশ কয়েকটি পরিবর্তনের দাবিতে আজও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় সরকারী বিজ্ঞান কলেজসহ বেশ কিছু কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বেশকিছু গাড়ি ভাংচুর করে। সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে।

এদিকে মিরপুর ১০, উত্তরা হাউজ বিল্ডিং, জসিমউদ্দিন এলাকা এবং শাহাবাগে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছে।

এ অবরোধে শিক্ষার্থীদের যে সব দাবি,

১. নৌমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ

২. নিরাপদ সড়ক ও ঘাতক জাবালে নূরের চালকদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি

৩. ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা করতে হবে

৪. দুর্ঘটনাপ্রবণ এলাকাতে স্পিডব্রেকার দিতে হবে

৫. নিহত ছাত্রছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে

৬. বাস থামানোর সিগন্যাল দিলে, ভালভাবে গাড়ি থামাতে হবে

৭. সারাদেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে

৮. চালকদের লাইসেন্স এবং ফিটনেসবিহীন গাড়ি কোনো রকম রাস্তায় নামানো যাবে না

৯. অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না

শেয়ার করুন: