গত ২৯ শে জুলাই রাজধানীর কুর্মিটোলা এলাকায় ‘জাবালে নূর’ নামক দুই বাসের রেষারেষিতে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরে উঠে যায় গাড়ি। এতে করে রাস্তার পাশে যাত্রী ছাউনিতে বাসের জন্যে অপেক্ষারত বেশ কিছু স্কুল ছাত্রকে নির্মমভাবে চাপা দেয় সেই বাস।
ঘটনাস্থলেই এক শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলজের এক ছাত্র ও ছাত্রীর নির্মম মৃত্যু ঘটে সেখানে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে।
সেখানে এক জনের মৃত্যু হয় বলে জানা গেছে। অবশ্য ছাত্রদের পক্ষ থেকে কেউ কেউ দাবি করছেন মোট সাত জন মারা গিয়েছে এই ঘটনায়।
এমন ঘটনায় বিক্ষুব্ধ স্কুল-কলজের শিক্ষার্থীরা ঘটনার দিন থেকে আজ পর্যন্ত ঢাকা শহরে অবরোধ করে রেখেছে নৌ পরিবহন মন্ত্রীর পদত্যাগসহ বেশ কিছু দাবি নিয়ে।
শিক্ষার্থীদের দাবির মুখে গতকাল এক ঘোষণায় জানানো হয় ‘জাবালে নূর’ পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে। তবে রুট পারমিট বাতিলের ব্যাপারে নিশ্চিত কোন ঘোষণা বা তথ্য প্রামানাদী পাওয়া যায়নি এখনো।
এদিকে আজ সকালে মিরপুর ১০ নম্বরের ইউসিবি ব্যাংকের পেছরের রোডে দেখা যায় ‘জাবালে নূর’ পরিবহনের বাসগুলোর নাম বদলে ফেলা হচ্ছে এবং বাসের আগের রঙ তুলে নতুন করে রঙ করা হচ্ছে।
আপাদত সেখানে দুইটি বাস দেখা গেলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান ধীরে ধীরে সব গাড়ির রঙ ও নাম বদলে ফেলা হবে এবং আলাদা নামে এই গাড়িগুলো আবার রাস্তায় নামানো হবে। গাড়িতে রঙ পরিবর্তনের কাজ করতে থাকা লোককে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।