প্রিয়াঙ্কার সঙ্গে আর কখনও অভিনয় করবেন না সালমান খান!

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনসের বিয়ের খবরে মশগুল হলি থেকে বলি৷ অক্টোবর মাসেই বিয়ে করছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ এই নিউজে তোলপাড় সিনেমহল৷ পিগি-নিকের এনগেজমেন্টের খবর তো আগেই ভাইরাল হয়েছিল৷ তারই মধ্যে প্রিয়াঙ্কার বিয়ের সিদ্ধান্তে উত্তেজনা একেবারে তুঙ্গে৷

এই সুখবরের মাঝে চটে গিয়েছেন ‘ভরত’ ছবির প্রযোজক৷ এই ছবির মাধ্যমে প্রিয়াঙ্কার বলিউডে কামব্যাক করার কথা ছিল৷ সালমান খানের সঙ্গে ‘ভরত’এ বহুদিন পর জুটি বাঁধার কথা ছিল অভিনেত্রীর৷

সবকিছু ঠিক ছিল, শ্যুটিংও শুরু হয়ে গিয়েছিল৷ হঠাৎই এনগেজমেন্ট এবং বিয়ের কারণে ছবি থেকে ব্যাক আউট করেন তিনি৷ নায়িকার এই সিদ্ধান্তে নাখোশ প্রযোজক নিখিল নমিত৷

নিখিল জানিয়েছেন, প্রিয়াঙ্কা আমাদের হঠাৎ করে জানালেন যে এনগেজমেন্টের কারণে তিনি ছবিটা আর করতে পারবেন না৷ ব্যাপারটা আমার কাছে খানিকটা অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে৷ এইভাবে ছবিটা না ছাড়লেও পারতেন তিনি৷

অন্যদিকে প্রিয়াঙ্কার এমন সিদ্ধান্ত মোটেও ভাল ভাবে নেননি সালমান খান। তিনি প্রচণ্ড রেগে গিয়েছেন। আর কখনও প্রিয়াঙ্কার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন সাল্লু ভাই।

শেয়ার করুন: