বয়স মাত্র ১৫, তানিষ্কের আবিষ্কৃত যন্ত্রে চিকিৎসকেরাও তাজ্জব!

বয়স মাত্র ১৫৷ কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা শুনলে চমকে যাবেন আপনিও৷ ১৫ বছর বয়সেই শিক্ষগত যোগ্যতার একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছে তানিস্ক আব্রাহাম৷ স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপাতত পিএইচডির প্রস্তুতি নিচ্ছে সে৷ তানিষ্ক ভারতীয় হলেও বাবা মায়ের কাজের সূত্রে একেবারে ছোট থেকেই বিদেশেই থাকে সে৷ ওয়াশিংটনের স্কুলেই পড়াশুনা৷ এরপর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করে তানিষ্ক৷ এরপরই সুযোগ আসে পিএইচডি-র৷ সেই নিয়েই আপাতত চূড়ান্ত ব্যস্ত তানিষ্ক৷

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তানিষ্ক জানায়, ‘অবশ্যই আমি খুব খুশি আমার রেজাল্টে৷’ তবে, এখানেই থেমে থাকতে নারাজ তানিষ্ক৷ আরও অনেক বড় হতে চায় সে ৷ আর বড় হয়ে ক্যান্সার রোগীদের চিকিৎসা করতে চায় সে৷ ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার ওষুধ আবিষ্কার করতে চায় তানিষ্ক৷

ছেলের সাফল্যে গর্বিত তানিষ্কের মা-বাবা তাজি এবং বিজওউ আব্রাহাম৷ আদতে কেরালার বাসিন্দা তাজি এবং বিজওউ পেশার তাগিদেই গত কয়েক বছর ধরে বিদেশে থাকছেন৷ তারাই জানালেন, গ্র্যাজুয়েশন করার সময়েই একটি যন্ত্র আবিষ্কার করেছে তানিষ্ক৷ যা অগ্নিদগ্ধ কোনও রোগীকে না ছুঁয়েই হৃদস্পন্দন জানিয়ে দেবে ৷ যা ইতিমধ্যেই চিকিৎসা জগতে সাড়া ফেলে দিয়েছে৷

শেয়ার করুন: