বিশ্বের সেরা ১০ সুন্দরী নারী ক্রিকেটারের মধ্যে বাংলাদেশি জাহানারা

খেলার মধ্যে অনেক সময় মাঠের খেলা ছাপিয়ে যায় ক্রিকেটার সৌন্দর্য্যে। আর এমন ঘটনা হরহামেশাই ঘটছে। টেনিসে যেমন ভ্ক্তদের প্রিয় মারিয়া শারাপোভা।

অজস্রবার বিয়ের প্রস্তাব পেয়েছেন মাঠেই খেলার সময়। তেমনি বাদ নেই ক্রিকেটাঙ্গানের নারীরাও। খেলার সাথে সাথে সৌন্দর্য্য দিয়েও আলোচনায় এসেছেন অনেক নারী ক্রিকেটার।

আর এমন রুপের সৌন্দর্য্যে ভক্তদের মোহিত করা ১০ নারী ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে আছে বাংলাদেশি নারী তারকা জাহানারা আলম। দেখুন লিষ্টের সেরা ১০ নারী তারকা কারা:

বিশ্বের সেরা ১০ সুন্দরী নারী ক্রিকেটারের মধ্যে বাংলাদেশি জাহানারা

১. এলিসা পেরি

২. ঈসা গুহ

৩. সারাহ টেলর

৪. হলি ফেরলিং

৫. মিথালি রাজ

৬. জাহানারা আলম

৭. ববিতা নেগি

৮. ডেন ভ্যান নেইকার

৯. সানা মীর

১০. সিসিলিয়া জয়েস।

শেয়ার করুন: