পাকিস্তানের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে যাওয়ার ক্ষেত্রে ইমরানকে দেশটির সেনাবাহিনীর সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছেন ইমরানের সাবেক স্ত্রী রেহাম খান।
তিনি বলেছেন, ইমরান আসলে পাকিস্তান সেনাবাহিনীর হাতের যোগ্য পুতুল। সেনাবাহিনী একজন সুযোগ্য পুতুল খুঁজছিল। ইমরান পুরোপুরিভাবে সেনাবাহিনীর সেই ইচ্ছা পূরণ করেছেন।
নির্বাচনে ১১৬ আসন পাওয়ায় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকার গড়ার চেষ্টায় এখন ছোট দলগুলোর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। যে ১৩ জন স্বতন্ত্র প্রার্থী জিতেছেন তাদের সঙ্গেও কথা চলছে।
স্বতন্ত্র ও ছোট দলগুলোকে নিয়েও ম্যাজিক ফিগার হচ্ছে না বলে কিছুটা হলেও চাপে আছে পিটিআই। আর এরই মধ্যে ইমরানের বিরুদ্ধে বিষোদ্গার করলেন তার সাবেক দ্বিতীয় স্ত্রী সাংবাদিক রেহাম খান।
অবশ্য নির্বাচনের আগে প্রকাশিত রেহামের আত্মজীবনীতেও ইমরান সম্পর্কে নানা নেতিবাচক খবর বের হয়েছিল।
ভারতের দ্য হিন্দু পত্রিকার সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান সম্পর্কে রেহাম বলেন, রাজনীতির অনেক জটিল বিষয় সম্পর্কে ইমরানের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। তাই সেনাবাহিনী যেভাবে বলবে, পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খান সেভাবেই চলবেন।
ভারতকে নিয়ে তার পররাষ্ট্রনীতি বা চীনের সঙ্গে যৌথ অর্থনৈতিক করিডর নিয়ে নওয়াজ শরিফ যখনই নিজে সিদ্ধান্ত নিতে শুরু করছিলেন, তখনই পাকিস্তানি সেনারা তাকে সরিয়ে দেয়। ইমরানকে ইসলামাবাদের মসনদে বসানোর পরিকল্পনা গত প্রায় তিন বছর ধরে করছিল পাকিস্তানের সেনাবাহিনী।
তিনি আরও বলেন, নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে হলে এত ভোটে জিততে পারতেন না ইমরান। ভারত হোক বা পাকিস্তানি সেনাবাহিনী ইমরানকে যা বলবে তিনি ঠিক সেই কাজটিই করবেন, কারণ তার নিজস্ব কোনো আদর্শ নেই।
‘পাকিস্তানের নির্বাচনের আগে রেহামের বই প্রকাশ ইমরানের ভাবমূর্তিতে কোনো দাগ লাগাতে পারেনি’ এমন প্রশ্নের জবাবে রেহামের মন্তব্য, উপমহাদেশে এ ধরনের যৌন কেচ্ছা কোনো পুরুষের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে পারে না। অথচ কোনো মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটলে ফল হয় ঠিক উল্টো।
সূত্র : পিটিআই