ব্যালটে ভোটারের প্রেম প্রস্তাব, এরপর...

সবাই তার পছন্দের প্রার্থীকেই ভোট দেয়। যে প্রার্থীকে পছন্দ নয় তাকে কেন ভোট দেবেন। এমনি এক প্রার্থীকে ভোটারের খুবই পছন্দ হয়। আর তিনি যে প্রার্থীকে ভালোবাসার প্রকাশ এভাবে ঘটাবেন তা কেউ কল্পনাও করেনি।

ভোটার প্রার্থীকে ভালোবাসার কথা ব্যালটেই প্রকাশ করেন। রীতিমতো ব্যালটে ভোট দেওয়ার জন্য নির্ধারিত ব্যালট পেপারে প্রেম নিবেদন করে বসেন এক ভোটার। তিনি ব্যালটে ভোটের পরিবর্তে ‘আই লাভ ইউ’ লেখেন। এমনি ঘটনা ঘটেছে পাকিস্তানে সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে।

তবে ভোটের ব্যালটে রীতিমতো ভালোবাসা নিবেদন করলেও সেই ভোটটি প্রার্থীর হিসাবে জমা হয়নি। কারণ ব্যালটে ভোটের পরিবর্তে ভোটার ‘আই লাভ ইউ’ লেখেন। সঠিকভাবে ভোট না দেওয়ায় শেষ পর্যন্ত ভোটটি বাতিল করে দেন প্রিজাইডিং অফিসার।

পাকিস্তানে বোমাবাজি ও সন্ত্রাসের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন। নির্বাচন জয় পেয়েছেন তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। ইমরানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে দল থেকে পদত্যাগ করা আয়েশা গুলাইকে খোদ ব্যালট বক্সেই প্রেমের প্রস্তাব লিখেন ওই ভোটার।

দেশটির তেহরিক-ই-ইনসাফ-গুলালাইয়ের (পিটিআই-জি) নেতা আয়েশা গুলালাই তার নির্বাচনী আসন (এনএ-৫ নওশেরা-১) থেকে প্রার্থী হয়ে মাত্র একটি ভোট পেয়েছেন। সেই একটি ভোটেই আয়েশা গুলালাইকে লিখিতভাবে প্রেম নিবেদন করেছেন ভোটার! রিজালপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর কেন্দ্রে এ ভোটটি পড়ে।

উল্লেখ্য, আয়েশা গুলালাই পিটিআই থেকে বের হয়ে নতুন দল পিটিআই-গুলালাই গঠন করেছিলেন। তিনি পিটিআই ছাড়ার আগে অভিযোগ করেছিলেন, ইমরান খান তার মোবাইল ফোনে আপত্তিকর এসএমএস পাঠিয়েছিলেন।

তবে তার এ অভিযোগ অস্বীকার করেন ইমরান খান।বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ধারা ১১ এর ১০টি লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষে আমরা কাজ করব। তিনি সকল শিক্ষকদের সহায়তা কামনা করেন ও ৩১ জুলাই মঙ্গলবারের মিটিংয়ে উপস্থিত থাকতে সকলকে অনুরোধ করেন।

শেয়ার করুন: