রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। সোমবার (৩০ জুলাই) সকাল ৮ থেকে এই তিন সিটিতে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকাল ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত স্থানীয় সরকারের এই নির্বাচনের ভোট
শেষে বিভিন্ন কেন্দ্র থেকে বেসরকারি ফল আসেতে শুরু করেছে। তিন সিটিতে মেয়র পদে এগিয়ে থাকা প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর প্রাপ্ত ভোটের সর্বশেষ ফলাফল নিচে তুলে ধরা হলো।
রাজশাহী সিটি কর্পোরেশন
মোট কেন্দ্র: ১৩৮
প্রাপ্ত কেন্দ্র : ০২
নৌকা প্রতীকে এইচ এম খায়রুজ্জামান লিট্ন: ১,৪২৪ ভোট
ধানের শীষ প্রতীকে মোসাদ্দেক হোসেন বুলবুল: ৪৮৯ ভোট
সিলেট সিটি কর্পোরেশন
মোটকেন্দ্র: ১৩৪
প্রাপ্ত কেন্দ্র: ০২
নৌকা প্রতীকে বদরউদ্দিন আহমদ কামরান: ৫৫৬
ধানের শীষ প্রতীকে আরিফুল হক চৌধুরী : ১৩০৮
বরিশাল সিটি কর্পোরেশন
মোটকেন্দ্র: ১২৩
প্রাপ্ত কেন্দ্র: ০২
নৌকা প্রতীকে সেরনিয়াবদ সাদিক অাবদুল্লাহ : ১১৭৪
ধানের শীষ প্রতীকে মজিবর রহমান সরওয়ার : ৬৩৫