বাথরুম থেকে সরাসরি লাইভ! পর পর টয়লেট চেম্বার। ওয়াশ বেসিনের উঁচু র্যাকে বসে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। পাশের কল থেকে অল্প জলও পড়ছে। সোশ্যাল মিডিয়ায় এমনই আবহে ধোনির এক ভিডিও ভাইরাল।
ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে ব্যর্থ হয়েছেন। রান পেলেও স্ট্রাইক রেটের সৌজন্যে বিস্তর সমালোচনাও কুড়িয়েছেন। সমালোচকরা খড়গহস্ত হয়ে ধোনিকে অবসরের পরামর্শও দিয়েছেন। তবে ধোনি নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খোলেননি। বিরাট অবশ্য পাশেই দাঁড়িয়েছিলেন। যাই হোক, দেশে ফিরে স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভার সঙ্গে ধোনিকে দেখা গিয়েছিল ফুটবলের সর্বময় কর্তা প্রফুল্ল প্যাটেলের মেয়ে পূর্ণার বিয়েতে। সেখানে কাজলের হিট গানে নেচে মাতিয়ে দিয়েছিলেন সাক্ষীও। এর মধ্যেই ধোনির নতুন ভিডিও প্রকাশ্যে।
সেই ভিডিও-তে দেখা যাচ্ছে বাথরুমে ধোনির সঙ্গে তার একাধিক ঘনিষ্ঠ বন্ধু। জনপ্রিয় গায়ক রাহুল বৈদ্যকে দেখা যায় ধোনিকে জিজ্ঞাসা করছেন, ‘‘বাথরুমেও কীভাবে নিজেকে এত কুল রাখ?’’ সঙ্গে সঙ্গে ধোনি নিজস্ব ট্রেডমার্ক ভঙ্গিতে বলে দেন, ‘‘আমি জানি না।’’ এর পরেই হাসিতে ফেটে পড়েন বাকি বন্ধুরা। আপাতত ধোনির এই বাথরুম ভিডিও ঘিরেই তোলপাড় সোশ্যাল মিডিয়ায়।