মেয়রের ব্যালট শেষ, কেন্দ্রেই বুলবুলের অনশন

বরিশালে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের ভোট বর্জনের পর রাজশাহীতে একই দলের মোসাদ্দেক হোসেন বুলবুল অনশনে বসেছেন। ব্যালট পেপার ফুরিয়ে যাওয়ায় তিনি সোমবার রাজশাহী সিটির ৩০ নং ‍ওয়ার্ডের বিনোদপুরের ইসলামিয়া কলেজ কেন্দ্রে সোমবার অনশন শুরু করেন।

দুপুর ১২টার পর এ কেন্দ্রে ব্যালট পেপার ফুরিয়ে গেছে শুনে এসে সত্যতা পাওয়ায় অনশন শুরু করেন মোসাদ্দেক।

তবে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহিল সাফি।

সরেজমিন দেখা গেছে, বুথগুলোর সামনে ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ লাইন থাকা সত্ত্বেও ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

এদিকে নির্বাচনের অর্ধেক সময় পেরিয়ে গেলেও এখনো নিজের ভোটটি দেননি বুলবুল।

শেয়ার করুন: