ওয়েস্ট ইন্ডিজ কি আসলেই কোন দেশ?

হেডলাইনটা বেশ চমকপ্রদই বটে। নামটা অনেকটা আনকোমন। উইন্ডিজ, এই নামে সার্চ দিলে আপনি পৃথিবীর মানচিত্রে কোন দেশেই পাবেন না। দেশ পাবেনই বা কি করে!

কেননা উইণ্ডিজ নামে যে কোন দেশই নেই। আসল কাহিনী আপনি সহজেই বের করে ফেওলতে পারেন উইকিপিডিয়া থেকে। উইন্ডিজ মূলত কোন দেশই না, এটি একটি ক্রিকেটের মাল্টিন্যাশনাল সংগঠন।

কয়েকটি দীপপুঞ্জ মিলেই তৈরী করা হয়েছে এই উইন্ডিজ ক্রিকেট বোর্ড। যে দ্বীপ গুলোর তালিকায় আছে গায়না, সেন্ট কিটস, বার্বাডোজ ইত্যাদি।

আর এর কারণেই সংগঠনটির নাম পরিবর্তনের কোন কারনই ছিলো না। কেননা ২০১৭ সালেই এই সংঠনটির নাম ওয়েস্ট ইন্ডিজ থেকে উইন্ডিজ হয়।

শেয়ার করুন: