বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিচয় মিলেছে

রোববার (২৯ জুলাই) দুপুরে আবদুল্লাহপুর থেকে মোহাম্মদপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসচাপায় মারা যান দুই শিক্ষার্থী। দুর্ঘটনাটি ঘটেছে দুপুর সাড়ে ১২টার দিকে।

এ ব্যাপারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক সগির মিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছে, নিহত দুই শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে। নিহত একজনের নাম আবদুল করিম,

তিনি শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তেন। একই কলেজের আরেক শিক্ষার্থী দিয়া খানম ওরফে মিম। তিনি একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

সগির মিয়া আরো জানান, দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরও ১২ জন ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ১২ জনের সবাই আশঙ্কামুক্ত।

শেয়ার করুন: