টেস্টের দুঃস্বপ্ন মুছে দিয়ে দুরন্ত জয়ে সিরিজ জিতে নিলো মাশরাফিবাহিনী। টস জিতে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর ব্যাটিং দৃঢতায় ৬ উইকেট হারিয় বাংলাদেশ সংগ্রহ করে ৩০১ রান।
৩০২ রানের লক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত সময়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ২৮৩ রান। ফলে ১৮ রানে জয় পায় বাংলাদেশে। সেইসঙ্গে তৃতীয়বারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের স্বাদ নেয়।
আজকের ম্যাচে ম্যাচ সেরা পুরষ্কার পেয়েছেন ১০৩ রান করা তামিম। এছাড়া এই ম্যাচে সেফেস্ট ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন ৪৯ বলে দুর্দান্ত ৬৭ রান করা মাহমুদুল্লাহ।
এছাড়াও সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২ সেঞ্চুরি এবং ১ হাফসেঞ্চুরি করা তামিম ইকবাল।