পাকিস্তানে এই প্রথম হিন্দু এমপি! কে এই মহেশ?

এ মাসের ২৫ তারিখে পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রথম কোন হিন্দু প্রার্থী জয় লাভ করে। পাকিস্তান পিপলস পার্টির এই নেতার নাম মহেশ মালানি।

২০০২-এ পাকিস্তানে সংখ্যালঘুরা ভোটাধিকার ও ভোটে দাঁড়ানোর অধিকার পাওয়ার পর এই প্রথম কোনও অমুসলিম ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন জিতলেন। মহেশ মালানি ভোটে দাঁড়ান এন এ-২২২ বা থারপার্কার-২ আসন থেকে।

১৪ জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়লাভ করেছেন তিনি। অন্য প্রার্থীদের মধ্যে ছিলেন গ্র্যান্ড ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স, আল্লাহু আকবর তেহরিক, তেহরিক ই লাব্বাইক পাকিস্তান সহ বেশ কয়েকজন নির্দল। ২০১৩-য় সিন্ধু অ্যাসেম্বলিতে প্রথম অমুসলিম হিসেবে ভোটে জেতেন তিনি।

অ্যাসেম্বলির স্ট্যান্ডিং কমিটি অন ফুডে তিনি চেয়ারপার্সন ছিলেন। এছাড়া আগের সরকারের আমলে স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড হিউম্যান রাইটস, স্ট্যান্ডিং কমিটি অন মাইনরিটিজ অ্যাফেয়ার্স, স্ট্যান্ডিং কমিটি অন এনার্জি ও স্ট্যান্ডিং কমিটি অন ট্রান্সপোর্ট অ্যান্ড মাস ট্রানজিটেরও সদস্য ছিলেন তিনি।

এর আগে মার্চে পাকিস্তান সেনেটের ভোটে পিপিপি-রই কৃষ্ণা কুমারী থারপার্কার আসন থেকে জয়লাভ করেন। প্রথম থারি হিন্দু মহিলা হিসেবে সেনেটে নির্বাচিত হন তিনি। তাঁর আসনটি ছিল সিন্ধুর মহিলাদের জন্য সংরক্ষিত।

২০০২-এ পারভেজ মুশারফ যখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন, তখন লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারে সংশোধনী এনে সংখ্যালঘুদের ভোটাধিকার ও ভোটে দাঁড়ানোর অধিকার স্বীকৃত হয়। সেনেট, ন্যাশনাল ও প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে তাঁদের জন্য সংরক্ষিত আসন রয়েছে।

শেয়ার করুন: