কাকে ‘FU…K YOU’ বলছেন অ্যাগুয়েরো?

বিশ্বকাপ শেষ হয়েছে সপ্তাহ খানেক৷ ক্লাবের হয়েও চাপ এখন নেই বললেই চলে৷ তাই বিশ্রামের মাঝে পার্টি মুডে রয়েছেন ফুটবলাররা৷ ইবিজার বিচে একসঙ্গে পাওয়া গেছে অ্যাগুয়েরো ও এমবাপেকে৷ সেই ছবির পর এবার বিতর্কিত মুডে পাওয়া গেল আর্জেন্টাইন স্ট্রাইকার অ্যাগুয়েরোকে৷

বান্ধবীকে নিয়ে বিচের ধারে এক ক্লাবে এসেছিলেন ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলার৷ বিতর্কিত টি-শার্ট পড়ে এরপর খবরের শিরোনাম হয়ে যান অ্যাগুয়েরো৷

তারকা স্ট্রাইকারের সাদা টি-শার্টে ইংরেজি হরফে লেখা ‘FU…K YOU’৷ সেই শার্ট পড়েই বান্ধবীর সঙ্গে রোম্যান্স করতে বেড়িয়ে পড়েছিলেন অ্যাগুয়েরো৷

এই শব্দ নিয়েই যত বিতর্ক৷ বান্ধবীর সঙ্গে অ্যাগুয়েরোর নাইট ক্লাবে প্রবেশের মুহূর্তের ছবি প্রকাশ পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় সমর্থকরা প্রশ্ন তুলছেন, কাকে ‘FU…K YOU’ বলছেন তিনি?

কেউ বলছেন, ভক্ত-সমর্থকদের খোঁচা মারতে গিয়ে বিশেষ এই শব্দ লেখা জার্সি ব্যবহার করছেন আগুয়েরো৷ অনেকে আবার একধাপ উপরে উঠে মজার কমেন্ট করে বলেছেন,

‘বিশ্বকাপে আর্জেন্টিনার হতাশাজনক পারফর্ম্যান্সের জন্য কোচ সাম্পাওলির উদ্দেশ্যে বিশেষ শব্দ ব্যবহার করে দুষছেন অ্যাগুয়েরো৷’ সমর্থকরাই যাই বলুক না কেন ‘FU…K YOU’ টি-শার্ট গায়ে জড়ানো আর্জেন্টিনার মত জনপ্রিয় একটি দলের খেলোয়াড়ের যদি কীর্তি এমন হয় তবে প্রশ্ন উঠেছে, তাদের মানসিকতা নিয়ে।

বিশ্বনন্দিত একটি দলের একজন খেলোয়াড় হয়ে এত নীচু মানসিকতার অধিকারীরা ঠিক সমর্থন পাবার ন্যুনতম যোগ্যতা রাখে কি না সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নেটিদুনিয়ায়।

শেয়ার করুন: