বিদেশের মাটিতে বাংলাদেশ নয় বছর হলো কোনো ওয়ানডে সিরিজ জেতে না! সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৯ সালে পাঁচ ম্যাচ সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছিল। এর পর সেই সুখবর আর পাওয়া হয়নি টাইগারদের। তবে আজ সেই সুযোগ থাকছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
শনিবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সেইন্ট কিটসে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে মাঠে নামছে বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচে একটি জয় ও একটি হারে সমতায় রয়েছে সিরিজটি। ফলে এ ম্যাচ জিতলেই দীর্ঘ নয় বছরের অপেক্ষার অবসান হবে মাশরাফিদের।
দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে বাংলাদেশ অবশ্য সর্বশেষ জিতেছিল দুইবছর আগে ঘরের মাঠে। ২০১৬ সালে আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারায় তামিম-সাকিবরা।
লাল-সবুজের এবারের সফরে প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের ৪৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। যদিও দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ জয়ের হাতছানি ছিল।
কিন্তু মাত্র ৩ রানে হেরে সেই অপেক্ষা বাড়িয়ে তোলেন মুশফিক-মোসাদ্দেকরা। তাই তৃতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।