শ্রাবণের কালো মেঘ অঝোর ধারায় বৃষ্টি ঝরিয়েই চলছে। থামাথামির কোনো লক্ষ্মণ নেই। দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম—সব অঞ্চলে কেবল বৃষ্টি আর বৃষ্টি। জানা গেল এই বৃষ্টি আপাতত কমার কোনও সম্ভাবনা নেই। আবহাওয়াবিদেরা জানান, বাংলাদেশে বর্ষাকালে বৃষ্টির প্রধান কারণ মৌসুমি বায়ু। এই মৌসুমি বায়ু এখন বাংলাদেশসহ ভারতের বেশির ভাগ এলাকার ওপর বেশ সক্রিয়। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পসহ মেঘ দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এই মেঘমালা থেকে এখন বৃষ্টি হচ্ছে।
শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আপাতত বৃষ্টি কমার সম্ভাবনা নেই। আরও বৃষ্টি হতে পারে। তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া উল্লেখিত সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এ সকল এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পূর্বাভাসে।