বাংলাদেশের টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা তিনি। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন গানের ভিডিও ও মডেলিংর মাধ্যমে মুগ্ধ করেছেন বহু দর্শককে। বলছি এ প্রজন্মের অভিনেতা এফএস নাঈমের কথা।
তার পরিণত বয়সের ছবি দেখে অনেকেই হয়তো প্রথমবারেই তাকে চিনে ফেলবেন। কিন্তু অভিনেতার শৈশবের একটি ছবি দেখে বিষয়টা ততটাই কঠিন হতে পারে।
২৬ জুলাই, শুক্রবার অভিনেতা নাঈম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করেন। তার পোস্ট করা ছবিতে নাঈমকে দেখে ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই আবাক হয়েছেন।
নাঈম তার সেই পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেন, ‘ছোট্ট আমি।’ ছবিটিতে নাঈমের স্ত্রী অভিনেত্রী নাদিয়ার মা আফরোজা আক্তার মন্তব্য করে লিখেন, ‘কিউট বেবি।’ শাশুড়ির মন্তব্যের জবাবে নাঈম লিখেন, ‘থ্যাঙ্ক ইউ আম্মু।’
নাঈমের বেশ কয়েকজন আত্মীয়সহ কিছু তারকাকেও ছবিতে মন্তব্য করতে দেখা যায়। তাদের অনেকেরই ভাষ্য, ছোটবেলার ছবিতে নাঈমকে ভীষণ মিষ্টি দেখাচ্ছে।
অভিনেতা নাঈমের জন্ম রাজধানীতেই। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন তিনি। উচ্চ মাধ্যমিক পাস করেন কলেজ অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (কোডা) থেকে।
এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। ২০১৬ সালে নাঈম ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী নাদিয়া আহমেদকে। এ জুটির বিয়ে নিয়ে সে সময় বিনোদনজগতে বেশ আলোচনাও হয়েছিল।