পাকিস্তানের নির্বাচনে বিজয়ী তেহরিক-ই ইনসাফ দলের নেতা ইমরান খানকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের বিষয়ে সমর্থন অব্যাহত রাখতে পরামর্শ দিয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সংবাদপত্র। পত্রিকাটি বলেছে, চীন-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করতে চাইবে পশ্চিমা দেশ ও তাদের মিডিয়া। এ বিষয়ে তাকে সাবধান থাকতে হবে।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ইংরেজী দৈনিক গ্লোবাল টাইমস বলেছে, পশ্চিমা মিডিয়ায় চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নিয়ে ইমরান খানের নেতিবাচক মানসিকতার কথা জোর দিয়ে প্রচার করা হলেও, পাকিস্তানের নতুন সরকারের উচিত এই প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখা।
পত্রিকাটির এক নিবন্ধে বলা হয়েছে, ‘এটি অনুমান করা যাচ্ছে যে, ভবিষ্যতে পশ্চিমা দেশগুলো ও তাদের মিডিয়া এই করিডোর ও পাকিস্তানে চীনা বিনিয়োগকে ইস্যু করে দুই দেশের মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা করবে। পাকিস্তানের নতুন সরকারে এই ইস্যুতে সুনির্দিষ্ট আগ্রহ থাকা দরকার।
গ্লোবাল টাইমসের এই বক্তব্য চীন সরকারের কোন আনুষ্ঠানিক বক্তব্য না হলেও এতে যে পাকিস্তানের প্রতি চীন সরকারের নীতি ফুটে ওঠে তাতে কোন সন্দেহ নেই। কারণ চীনের একমাত্র রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির আদর্শকেই ধারণ করে গ্লোবাল টাইমস পত্রিকা।
এদিকে গ্লোবাল টাইমসের নিবন্ধটির প্রসঙ্গ টেনে ভারতের ইংরেজী দৈনিক টাইমস অব ইন্ডিয়া বলেছে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের বিষয়ে ইমরান খান সুর নরম করেছেন।
নির্বাচনের পরের দিন ইমরান খান বলেছেন, তিনি দেশে দারিদ্র বিমোচনে তিনি চীনের সহায়তা চাইবেন। একই সাথে তিনি ইরান, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখবেন।