পাকিস্তানের জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন পিটিআই প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান খান। তার এই সাফল্যে ভীষণ খুশি পাকিস্তান ক্রিকেটাঙ্গনের তারকারাও।
ইমরান খানের দলের জয়ে তাকে শুভেচ্ছার বৃষ্টিতে ভিজিয়েছেন তারা। বুমবুম খ্যাত শহীদ আফ্রিদির ভাষ্য, আমি মনেপ্রাণে বিশ্বাস করি, তিনি সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন।
প্রতিপক্ষ দলগুলোর প্রতি অনুরোধ, আপনারা ফল মেনে নেবেন। পাকিস্তানকে নতুনভাবে গড়ে তুলতে সহায়তা করবেন। স্পিডস্টার শোয়েব আখতার বলেন, অভিনন্দন ইমরান খান। আপনি দেখিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে আপনিই সেরা পছন্দ।