লটারিতে ২৫ লাখ টাকা জেতার সংবাদের পর যা ঘটলো...

লটারিতে ২৫ লাখ টাকা জিতেছেন আপনি। দ্রুত টাকা নিয়ে যেতে হবে। এভাবেই জানানো হয় এক তরুণীকে। আর সেই টাকা নিতে তাকে ট্যাক্স পরিশোধ ও চেকলিস্টে সাইন করতে গিয়ে ফতুর হয়ে গেছেন সেই তরুণী। কিন্তু লাটারির টাকা তার ভাগ্যে জোটেনি। পুরোটাই ছিল প্রতারণা।

ভারতের একটি জনপ্রিয় টিভি চ্যানেলের শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র লটারিতে তিনি ওই টাকা জিতেছেন বলে তাকে জানানো হয়। বৃহস্পতিবার (২৬ জুলাই) ভারতের সোনারপুরে এ ঘটনা ঘটে।

জয়শ্রী দলুই নামের এক কলেজছাত্রীর সঙ্গে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার তার মোবাইলে একটি মেসেজ আসে। বিশ্বাস অর্জনের জন্য ওই শোয়ের ভুয়া ভিডিও পাঠানো হয় ওই তরুণীকে।

মেসেজ পাঠিয়ে জানানো হয়, টাকা পেতে হলে তাকে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্সের জন্য বারুইপুরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটি অ্যাকাউন্টে ৮ হাজার ১০০ টাকা পাঠাতে হবে।

তাদের কথামতো তরুণী ওই অ্যাকাউন্টে টাকা পাঠায়। এর কিছুক্ষণ পরই তাকে জানানো হয় ২৫ লাখ টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে না। সে কারণে চেকলিস্টে সাইন করার জন্য আরও ২২ হাজার ২০০ টাকা জমা দিতে হবে। এ টাকা দিলেই পুরস্কারের টাকা তিনি পেয়ে যাবেন।

তরুণী দ্রুত ওই টাকা জোগাড় করে অ্যাকাউন্টে জমা দেয়। কিন্তু পুরস্কারের টাকা আর আসে না। এরপর তরুণী ওই ফোন নম্বরে যোগাযোগ করলে তাকে জানানো হয়, এত বড় অঙ্কের টাকা সেভিংস অ্যাকাউন্টে ঢুকবে না।

এর জন্য আর ২৭ হাজার ২০০ টাকা পাঠাতে হবে। এই টাকা দিয়ে একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলে তাতে পুরস্কারের টাকা ট্রান্সফার করে দেয়া হবে। এ ঘটনার পর সন্দেহ হলে তিনি বিষয়টি পুলিশকে জানান। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন: