গতকাল বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তীরে এসে তরী ডুবিয়েছে। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হার আবারো টেস্টের শোচনীয় হারের কথা মনে করিয়ে দিছে বাংলাদেশের সমর্থকদের।
মো: আবদুর রহমান রনি নামের এক সমর্থক বাংলাদেশের হারের তিনটি কারন উল্লেখ্য করেছেন। পাঠকদের জন্য রনির লেখাটি হুবুহু তুলে ধরা হল।
আজকের ম্যাচটা হারার পিছনে অন্তত এই তিনটি ভুলই সবচাইতে বেশী দায়ী।
১/মাহমুদুল্লাহ রিয়াদকে রান আউট করানো। ২/সাব্বিরের খামখেয়ালি সর্ট খেলে আউট হওয়া। ৩/ মুশফিকের আউট।
প্রথম ভুল হলো যখন মুশফিক এবং রিয়াদ সেট ব্যাটসম্যান তখন মুশফিকের একটি ভুলের কারনে রান আউটের স্বীকার হতে হয় মাহমুদুল্লাহ রিয়াদকে। যখন রিয়াদ আউট হয়েছিলেন তখন কেনো জানি আমার মনে হয়েছিল আজ বাংলাদেশ হারবে। ভাগ্যোর কি নির্মম পরিনাম সেটাই হলো।
রিয়াদ চলে যাওয়ার পরে ব্যাটিংয়ে আসলেন হার্ট হিটার তকমা নিয় দলে থাকা সাব্বির রহমান। সাব্বিরের ব্যাটিং দেখে মনে হয়নি সে রান তারা করছে। তারপরও মুশফিককে নিয়ে আশায় বুক বাধা শুরু করলাম যাই হোক মুশফিক তো আছেই।
এরপর যখন ৭বলে জয়ের জন্য প্রয়োজন মাত্র ৮রান তখন স্টাইক ব্যাটসম্যান সাব্বির ভাবছিলাম সাব্বির হয়তবা ২রান নিবে না হয় এক রান নিবেন না।
কারন সাব্বির এক রান নিলে মুশফিক স্টাইক পাবেন না। কিন্তু সাব্বির কি করলেন.?? তার সেই খামখেয়ালি সর্ট খেলতে গিয়ে আউট হয়ে যান এটা ছিল দ্বিতীয় ভুল।
কি দরকার ছিল এই সময় ছক্কা হাকানোর.?? সাব্বির এভাবে আর কত দিন দলে থাকবেন.? সেটাই এখন প্রশ্ন।
তৃতীয়ত যেই ভুল আমার মনে হয়েছিল সেটা হলো মুশফিকের আউট হওয়া। মুশফিক তার পুরনো খেলাটাই খেললেন কিন্তু ওই মুহূর্তে তার এই সর্ট খেলাটা কতটুকু যুক্তির ছিল.?
মুশফিক একজন অভিজ্ঞ ব্যাটসম্যান তার পক্ষে ৬ বলে ৮রান করা অসম্ভব ছিল না তিনি একটু দেখে শুনে খেললেই হয়ত আজ বাংলাদেশ তিন রানে হারত না। মুশফিক আউট হওয়ার পর তার চেহারাটা দেখে চোখে পানি চলে এসেছে।
আসলে এভাবে আর কত জিতা ম্যাচ আমরা হেরে যাবো.? আর কত রাত জেগে ঘুম নষ্ট করে বাংলাদেশের পরাজয়ের সাক্ষী হবো.? এভাবে আর কতদিন জিতা ম্যাচ হারনোর জন্য চোখের পানি ফেলবো.??
যাই হোক হারলেও বাংলাদেশ ক্রিকের পাশে থাকবো। জিতলেও বাংলাদেশ ক্রিকেটের পাশে থাকবো।
বাংলাদেশ ক্রিকেটেরর পাশে ছিলাম। বাংলাদেশ ক্রিকেটের পাশে আছি এবং ভবিষ্যৎতেও বাংলাদেশ ক্রিকেটের পাশে থাকবো ইনশাআল্লাহ।
চলো বাংলাদেশ, চলো বাংলাদেশ, চলো বাংলাদেশ।
শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য।
বিঃদ্রঃ এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আপনার ভিন্নমত থাকে জানাতে পারেন তবে যুক্তি সংগত হতে হবে।